চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংক্রমণ বেড়ে যাওয়ায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ১৪ দিনের লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মেহেরপুরের তিনটি সীমান্ত গ্রাম এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১৪ দিনের লকডাউন।

মেহেরপুর
মেহেরপুরের তিনটি সীমান্ত গ্রাম ১৪ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছে জেলা প্রশাসক ড.মুনসুর আলম খাঁন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই তিনটি গ্রামে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

মঙ্গলবার সীমান্তবর্তী গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম লকডাউনের আওতায় আনা হয়েছে।  ঔষধ ও স্বাস্থ্যসেবা ব্যতিত জেলার অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শসহ করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

চুয়াডাঙ্গা
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১৪ দিনের লকডাউন।