একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের রাজনৈতিক নেতাকর্মীরা। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ চালালেও মামলা মোকাদ্দমা আর আন্দোলন কর্মসূচীর কারণে এখনও নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেনি বিএনপি।
মেহেরপুরে সংসদীয় আসন দুইটি। মেহেরপুর সদর ও মুজিবনগর নিয়ে মেহেরপুর-১ এবং গাংনী উপজেলা নিয়ে মেহেরপুর-২ আসন। মেহেরপুর-১ আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী। ১৯৯১ সাল থেকে এই আসনে আওয়ামী লীগ চারবার বিজয়ী হয়েছে। এবারও জয় ধরে রাখতে আশাবাদী তারা।
বিএনপি নির্বাচনী প্রচারণায় সরব না হলেও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন দু’জন। তারা বলছেন- দলীয় নির্দেশ ও অবস্থান বুঝে তারা নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন।
মেহেরপুর-২ আসনে বড় দুই দলের মধ্যে বিরোধের কারণে দীর্ঘ ৩৪ বছরেও জয়ের মুখ দেখেনি ক্ষমতাসীন দল। ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। বৃহৎ দুই দলের সরব কর্মকাণ্ড থাকলেও ভোট নিয়ে নেই দৃশ্যমান কার্যক্রম।
মেহেরপুর-১ আসনে ভোটার রয়েছে ২ লাখ ২৬ হাজার ৫শ’ ২৩ জন। আর মেহেরপুর- ২ গাংনী আসনে আছে ২ লাখ ২৪ হাজার ৭শ’ ৩১ জন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







