চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেহেরপুরে মসুর আবাদে বিপর্যয়

মেহেরপুরে চলতি মৌসুমে মসুরের ফলন বিপর্যয় হয়েছে। আবাদের লক্ষ্য পূরণ না হওয়ার পাশাপাশি পচারোগে আক্রান্ত হয়ে মরে গেছে অধিকাংশ ক্ষেতের গাছ। এ বছর মসুর উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

চলতি মৌসুমে মেহেরপুরে মসুর আবাদের লক্ষ্য ধরা হয়েছিলো ১২ হাজার দুশ’ ৪৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১০ হাজার পাঁচশ’ ৮৫ হেক্টরে। কিন্তু এবার ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষক, ক্ষেতে দেখা দিয়েছে পচা রোগ।

অনেক কৃষক ক্ষেতের মসুর গাছ তুলে ওই জমিতে অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিকুল আবহাওয়ার কারণেই মসুর গাছ মরে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জমিতে একই জাতের মসুর বার বার আবাদ করাই ফলন বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছে তারা।

আরও দেখুন গোলাম মোস্তফার ভিডিও রিপোর্টে: