চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেহনতি মানুষের ভালোবাসায় সিক্ত মাশরাফী

নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডে বসবাস করেন প্রায় তিনশত আদিবাসী পরিবার। যাদের পেশা কুলি, মজুর, ভ্যানচালক, দিনমুজুর। ব্যতিক্রম আদিবাসী সম্প্রদায় পাড়া। শত ব্যস্ততার মাঝেও সময় করে মাশরাফী বিন মোর্ত্তজা গেলেন তাদের কাছে, তাদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন। কিছুটা সময় কাটান তাদের মাঝে।

নির্বাচনে বিজয়ের একদিন পর নতুন বছরের প্রথম দিনের দুপুরে নড়াইল ছাড়ছেন মাশরাফী। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের পরের মিশন ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলা। ফিরে এসে যাবেন নির্বাচনী এলাকার ভোটারদের কাছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আদিবাসী পাড়ার বাসিন্দারা সাধারণত প্রিয় মানুষটির কাছাকাছি যাওয়ার খুব একটা সুযোগ পান না, সেই কারণেই হয়তো প্রিয় মানুষটি নিজ তাগিদেই ছুটে গেলেন তাদের মাঝে। মাশরাফী সেখানে আদিবাসী সম্প্রদায়ের নিঃস্বার্থ ভালোবাসায় নিজে হয়েছেন অভিভূত, যেমনটা তাকে কাছে পেয়ে খেটে খাওয়া মানুষগুলোও হয়েছেন।

‘আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো দেখার, পাশে দাঁড়াবার। আপনারা সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, আপনাদের সেবা থাকতে পারি।’ ফেরার আগে বলে যান মাশরাফী।