চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেসি-নেইমারবিহীন পিএসজিকে বাঁচালেন কেহরের

করোনা থেকে মুক্তি মিললেও শারীরিক ধকল কাটিয়ে উঠতে না পারায় মাঠে ফেরেননি লিওনেল মেসি। নভেম্বরের শেষদিকে গোড়ালির চোটে পড়ে নেইমার এখনো সেরে ওঠেননি। দুই তারকার অনুপস্থিতি ভালোই টের পেল পিএসজি।

রোববার রাতে লিগ ওয়ানে লায়নের সঙ্গে ১-১ গোলে ড্র বসেছে ফরাসি জায়ান্টরা। যদিও কাইলিয়ান এমবাপে, জর্জিনিয়ো উইনালডাম, মাউরো ইকার্দিরা ছিলেন। প্রতিপক্ষের মাঠে তবুও সুবিধা করতে পারেনি টেবিলের শীর্ষের দলটি।

টেবিলের শীর্ষ যদিও বেশ শক্তপোক্ত ভাবেই আছে পিএসজি। ২০ ম্যাচে পয়েন্ট ৪৭। ঘরের মাঠে এক পয়েন্ট তোলা লায়ন ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুই ধাপ উপরে উঠে ১১তম স্থানে এসেছে।

ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখেছিল পিএসজি। কাজের কাজ গোল আনতে পারছিল না কেউই। সপ্তম মিনিটে ব্রুনো গুইমারায়েসের বাড়ানো বল ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা জালে ঠেলে স্বাগতিকদের লিড এনে দেন।

বারবার আক্রমণে গিয়েও মিলছিল না সমতাসূচক গোলের দেখা, সেটি ধরা দেয় ৭৬ মিনিটে। এডুয়ার্ড মিচুটের থেকে বল পেয়ে সমতা টানেন ২৫ বছর বয়সী জার্মান ডিফেন্ডার থিলো কেহরের। তাতে অন্তত একটা পয়েন্ট মেলে পিএসজির।