চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির হ্যাটট্রিকে শীর্ষেই বার্সা, রিয়ালও পথেই

রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে এলোমেলো করে স্প্যানিশ লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। এক স্পটকিক আর দুই ফ্রি-কিকের মোহনীয় রাতে বার্সা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়েছেন। একইরাতে উড়ন্ত জয়ে পথেই আছে রিয়াল মাদ্রিদও।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে সেল্টাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর করিম বেনজেমার জোড়া গোলে এইবারকে তাদেরই মাঠে ৪-০তে হারিয়ে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল। তাদের শীর্ষে ফেরার কয়েকঘণ্টা পরই অবস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা।

ঘরের মাঠে বার্সেলোনা ছন্দে ফিরতে কিছুটা সময় নিয়েছে এদিন। প্রথম সাফল্য আসে ২৩ মিনিটে। মেসি স্পটকিকে স্বাগতিকদের এগিয়ে দেন। সেল্টার ডিফেন্ডার জোসেফ নিজ বক্সে হাতে বল লাগিয়েছিলেন।

ম্যাচের ৪০ মিনিটে অবশ্য হলুদ কার্ড দেখতে হয় মেসিকে। নিজেদের বক্সের কাছাকাছি জায়গায় অতিথি মিডফিল্ডার ইয়াপকে আচমকাই ফাউল করে বসেন অধিনায়ক। তাতে মেলা ফ্রি-কিকে জাল খুঁজে নেন সেল্টার ডিফেন্ডার লুকাস ওলাজা। সমতা ফেরে।

সেটি নিয়ে অবশ্য বিরতিতে যেতে পারেনি সেল্টা। প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজী এক নয়নজুড়ানো ফ্রি-কিকে আবারও জাল খুঁজে নেন মেসি।

বিরতি থেকে ফিরেই আবারও ফ্রি-কিক জাদু ফুটবল জাদুকরের। ৪৮ মিনিটে সেই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি লিগে টানা পাঁচ ম্যাচে গোল হল মেসির। লিগের ৮টি সহ মৌসুমের মোট গোল অবশ্য ৯টি। মনে রাখতে হবে চোটে মৌসুম শুরুর আধাডজন ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি।

এই গোল দিয়েই লা লিগায় হ্যাটট্রিকে রোনালদোর পাশে বসছেন মেসি। স্প্যানিশ লিগে এটি তার ৩৪তম হ্যাটট্রিক। রিয়ালে নয় বছর খেলে যাওয়া রোনালদোর হ্যাটট্রিকও সমান।

পরে ম্যাচের ৮৫ মিনিটে স্কোর ৪-১ করেন সার্জিও বুসকেটস। ১২ ম্যাচে রিয়ালের সমান ২৫ পয়েন্ট নিয়ে তাতে শীর্ষেই বার্সেলোনা। গোলপার্থক্যে পিছিয়ে দুইয়ে রিয়াল।

অন্য ম্যাচে, এইবারের মাঠে রিয়ালের চার গোলের প্রথমটি করিম বেনজেমার, ১৭ মিনিটে অতিথিদের এগিয়ে দেন ফরাসি তারকা। তিন মিনিট পর স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। ২৯ মিনিটে স্পটকিকে সফল বেনজেমা দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন। আর ৬১ মিনিটে স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠোকেন ফেদেরিকো ভালভার্দে।