চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির চোট ঊরুতে, শুরুতেই খেলার আশা

অনুশীলনে ফিরেই চোটে পড়েছেন লিওনেল মেসি, এ খবর পুরনো। টানা দুদিন দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন। বুধবার চোটে পড়া অধিনায়ক সম্পর্কে আপডেট দিয়েছে বার্সেলোনা। তিনি ডান ঊরুর মাংসপেশিতে সামান্য চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছে ক্লাবটি।

দলের সেরা তারকার চোট গুরুতর নয় বলেও জানিয়েছে বার্সা। আর্জেন্টাইন মহাতারকা দ্রুতই অনুশীলনে যোগ দেবেন বলে আশা, আশা লিগে নিজেদের ফেরার ম্যাচে দলনেতাকে নিয়েই মাঠে নামার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

করোনাভাইরাসের কারণে দুমাসের বেশি বন্ধ থাকার পর রিয়াল মায়োর্কার বিপক্ষে ১৩ জুনের ম্যাচ দিয়ে আবারও লিগে ফেরার অপেক্ষায় বার্সা, মেসির সেই ম্যাচ খেলার সম্ভাবনার কথা বলেছে কাতালানরা!

বুধবার চোটে পড়ার পরেরদিন এমআরআই স্ক্যানে জানা যায় মেসির চোটের প্রকৃত অবস্থা। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা করোনার কারণে লা লিগা বন্ধ হওয়ার আগে ১৯ গোল নিয়ে লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। ১৪ গোল নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।

বিরতি শেষে ১১ জুন ফিরছে লা লিগা। শুরুর দুদিন পরে বার্সা ও তার পরেরদিন রিয়াল মাঠে নামবে। টেবিলে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্টে শীর্ষে ন্যু ক্যাম্পের দলটি, সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ৫৬ পয়েন্টে দুইয়ে।