চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সা

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। লাতিন আমেরিকান কনফেডারেশনের (কনমেবল) সমালোচনা করে জাতীয় দলে তিন মাসের নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা টেনে এনেছেন। মাঠের ফুটবলই হতে পারত সেসব থেকে মনোযোগ সরিয়ে আনার পথ। কিন্তু বার্সার ডেরায় ফিরেই পড়লেন চোটে। ছুটি শেষে আবারও তাই ছুটিতে!

বার্সার অনুশীলনে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন মেসি। সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগতে পারে সেটি অবশ্য জানায়নি কাতালানরা। আপাতত যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হল না অধিনায়কের। সেখানে মিয়ামিতে নাপোলির বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বার্সা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সোমবার বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়ে মেসি বেশিক্ষণ থাকতে পারেননি মাঠে। ডান পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় অনুশীলন ছেড়ে যান। বার্সা পরে চোটের কথা জানায়। সোমবারই যুক্তরাষ্ট্র সফরে গেছে ন্যু ক্যাম্পের দলটি।