চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিকে কীভাবে রাজী করাবেন বুঝতে পারছেন না কোম্যান

বুধবার নাম ঘোষণার দিনেই সবার সঙ্গে বার্সেলোনার কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে রোনাল্ড কোম্যানকে। বেশ উত্তপ্ত সময়ে হাল ধরেছেন বার্সার একসময়ের ড্রিমটিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এ ডাচম্যান। প্রথমদিনে নিজের দর্শন নয়, ক্লাবের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে ৫৭ বছর বয়সী কোচকে।

সাবেক ক্লাবের কোচ হয়ে কোম্যানের প্রথম অ্যাসাইনমেন্ট লিওনেল মেসিকে বুঝিয়ে শুনিয়ে বার্সায় থাকতে রাজী করানো। বায়ার্নের কাছে চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলে উড়ে যাওয়ার পর থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দল ছাড়া নিয়ে বিস্তর গুঞ্জন। যদিও তার কথা মেসি শুনবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কোম্যানের।

‘আমি জানি না মেসিকে থেকে যাওয়ার ব্যাপারে রাজী করাতে পারবো কিনা। সে বিশ্বের সেরা খেলোয়াড়, আর তার মতো একজন ফুটবলারকে আপনি সবসময়ই দলে চাইবেন।’

‘একজন কোচ হিসেবে মেসির খেলা ভালোবাসি। কারণ সে ম্যাচ জেতায়। যদি সে এভাবে পারফর্ম করতে থাকে, তাহলে আমি চাইবো সে যেন থেকে যায়।’

‘আমি তার সঙ্গে কথা বলবো। আমাদের কাজ শুরু করতে হবে এবং কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। আশা করবো মেসি আরও কয়েকটা বছর খেলে যাবে।’

কোন কোন খেলোয়াড়কে ধরে রেখে বার্সাকে নতুন করে গড়তে চান সে বিষয়ে অবশ্য কিছু বলেননি কোম্যান। শক্তিশালী এক দল গড়ার ব্যাপারে বেশ আশাবাদী ইয়োহান ক্রুইফের শিষ্য। ইঙ্গিত দিয়েছেন বেশি বয়সী খেলোয়াড়দের ছেড়ে দেয়ার, ‘আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম বলবো না।’

‘ক্লাবের ভালোর জন্য সেরা আর শক্তিশালী দল গড়তে হবে। জানি এখানে কিছু খেলোয়াড় আছে যাদের বয়স নিয়ে প্রশ্ন আছে। ক্লাবের ভালোর জন্যই সবার সঙ্গে কথা বলতে হবে।’