চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু

ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত তিন মেয়র এবং ১৪৯ জন কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টা ৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এবং তাঁর অনুমতিতে শপথ অনুষ্ঠান শুরু হয়।

মেয়রদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদের পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত ২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে জয়ী হন আনিসুল হক, দক্ষিণে জয় পান সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র পদে জয় লাভ করেন আজম নাছির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্র মতে, ঢাকা দক্ষিণ সিটি ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৯ টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ১২টি ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটিতে ৪১টি সাধারণ ওয়ার্ড, সংরক্ষিত ১৪টি ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ১০৪ টি সাধারণ কাউন্সিলর এবং ৪৫টি সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হন।