চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেট্রোরেলের কাজ শেষ হবে ২০২০ সালে: ওবায়দুল কাদের

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান মেট্রোরেলের কাজ শেষ হবে ২০২০ এর ডিসেম্বরে।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-সিক্স বা বাংলাদেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২-২০১৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম পর্যায়ে উত্তরা ৩য় ফেইজ থেকে আগারগাঁও পর্যন্ত অংশ ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ অংশ ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের সংশোধিত প্রকল্প নেয়া হয়।

দ্বিতীয় পর্যায়ে আন্ডার গ্রাউন্ড ও এলিভেটেড সমন্বয়ে এমআরটি লাইন ওয়ান নির্মাণের লক্ষ্যে নকশা প্রণয়নের কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে এমআরটি লাইন ওয়ান এর বিমানবন্দর রুটই হবে বাংলাদেশের প্রথম পাতাল রেল।
অন্যান্য পর্যায়ের কাজও দ্রুতই শুরু করার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।