চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোয়াকান রাজ্যের একটি বিনোদন কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার উরুয়াপান শহরের ওই বিনোদন কেন্দ্রে ৪ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে  ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন। নিহতদের মধ্যে ৫ জন ১২ থেকে ১৮ বছরের কিশোর।

পুলিশ বলছে, স্থানীয় সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তারের একদিন পরই এই হত্যাকাণ্ড ঘটে। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

হামলার পর গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬৫টি বুলেটের খোসা উদ্ধার করেছে।

শহরটিতে মাদক উৎপাদন ও বাণিজ্যকে কেন্দ্র করে প্রায়ই সহিংসতা ঘটে। তবে তাতে শিশু-কিশোরদের লক্ষ্য করা হয়নি। এই প্রথম তাদের উপর এ ধরনের হামলা হলো।