চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেক্সিকান পণ্যে ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর জুন থেকে ৫ শতাংশ শুল্কারোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আগামী ১০ জুন থেকে ৫ শতাংশ শুল্কারোপ করা শুরু করা হবে এবং ধীরে ধীরে এর পরিমাণ বৃদ্ধি করা হবে, অবৈধ অভিবাসন সমস্যা প্রতিকার না হওয়া পর্যন্ত’।

ট্রাম্প এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতীয় সংকট বলে দাবি করেন।

অন্যদিকে, সীমান্তে থাকা প্রতিনিধিরা বলছে বিষয়টি নিয়ে তারা বিব্রত।

মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকানো ট্রাম্পের নির্বাচনী এজেন্ডার মূল বিষয় ছিল। তবে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সীমান্তটি বন্ধ করে দেওয়া তত সহজ কাজ নয়। এমনকি রিপাবলিকান অনেক নেতারাও এতে সমর্থন দেন না।

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের নেতা মিচ ম্যাককনেল ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে ডেমোক্র্যাটদের সঙ্গে সুর বেঁধেছেন।

নর্থ আমেরিকার শীর্ষস্থানীয় কূটনীতিক যিশু সীড বলেছেন, মেক্সিকোর ওপর কর আরোপ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে জন্য বিপর্যয় বয়ে আনবে। যদি এমন পরিস্থিতির শিকার হয়েই যায় তাহলে আমরাও বিষয়টি নিয়ে জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করব।