চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেক্সিকোতে মেট্রোরেলের ওভারপাস ভেঙে ১৩ জনের মৃত্যু

মেক্সিকো শহরের মেট্রোরেল চলাচল করার ওভারপাসের একটি অংশ ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৭০ জন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় চ্যানেল মিলেনিও টিভির একটি ভিডিওতে দেখা যায়, ওই ওভারপাসের নিচে থাকা একটি কারের উপর ভেঙে পড়ে ওভারপাসের একটি অংশ।

শহরের রিস্ক ম্যানেজমেন্ট ও সিভিল প্রটেকশন এজেন্সির মতে প্রাথমিকভাবে ওই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মেক্সিকো শহরের মেয়র ক্রাউডিয়া শিনবাউম ঘটনাস্থলে যান এবং টুইটবার্তায় জানান, ফায়ারসার্ভিসের কর্মী ও জননিরাপত্তা কর্মীরা ওখানে কাজ করছে। অনেক হাসপাতালও সাহায্য করছে। দ্রুতই আরো কিছু তথ্য দিতে পারবো।

অন্যান্য টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু ভিডিওতে দেখা গেছে জরুরি মেডিকেল কর্মী ও ফায়ারসার্ভিসের কর্মীরা আর কেউ আটকা পড়ে আছে কিনা তার খোঁজ চালাচ্ছে।