চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৃত্যু হলে মাতমের বদলে নাচে-গানে শোক পালন হয় যেখানে

আপনজনের মৃত্যুতে স্বজন আর প্রতিবেশীরা অশ্রুসিক্ত হয়ে সাধারনত শুরু হয় শোকের মাতম। । কিন্তু কান্না-মাতমের বদলে গান গেয়ে, নেচে প্রিয়জনকে শেষ বিদায় দেয়ার নজীরও রয়েছে।

শুনে বিস্ময়ে মুখ হা হয়ে এলেও এই রেওয়াজই প্রচলিত আছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ এলাকার সুনাই নামে একটি গ্রামে।

ওই গ্রামে ৬৫ বা তার চেয়ে বেশি বছর বয়সে কেউ যদি মারা যান, পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে গান-বাজনার আয়োজন করেন! মৃত ব্যক্তিকে দেখতে আসা সকলকে মিষ্টি খাওয়ানো হয়। আবির খেলা হয়!

সব শেষে গান বাজাতে বাজাতে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় শবদেহ। এখানেই শেষ নয়, শবদেহ কাঁধে নিয়ে গানের তালে তালে নাচতে থাকেন লোকেরা। এই অদ্ভুত রীতি দীর্ঘ দিন ধরে চলে আসছে।

প্রশ্ন জাগতেই পারে এরকম অদ্ভুত বিদায় কেনো?

সুনাই গ্রামবাসীরা জানান, খুব অল্প বয়সে এই গ্রামের লোকেদের বিয়ে হয়। তাই বৃদ্ধাবস্থায় পৌঁছতে পৌঁছতে কয়েকটি প্রজন্ম দেখে ফেলে তারা। তাদের ধারণা, এতগুলো প্রজন্ম জীবিত অবস্থায় দেখা এবং এদের সঙ্গে সময় কাটানো  গর্বের বিষয়, সৌভাগ্যের!

গ্রামের লোকেদের বিশ্বাস এই ধরণের লোকদের নাকি সরাসরি স্বর্গলাভ হয়! তাই প্রবীণদের মৃত্যুতে পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে আনন্দে মেতে ওঠে।