চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মূর্তির মত দাঁড়িয়ে নির্বাচন পর্যবেক্ষণ করার নির্দেশ ইসির

একাদশ জাতীয় নির্বাচনে মূর্তির মত দাঁড়িয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা ছাড়া নির্বাচনী কেন্দ্রে কোন পর্যবেক্ষক ফোন বহন, ছবি তোলা এবং গণমাধ্যমে কোন সাক্ষাতকার দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার সকালে দেশীয় ১১৮টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ইসির মতবিনিময় শুরু হয়েছে।

এই সময় সচিব বলেন: পর্যবেক্ষকরা নিরপেক্ষতা হারালে তাদের পুলিশ দিয়েও রক্ষা করা যাবে না। মিডিয়ার সামনে নির্বাচনের দিন কোনো মতামত না দিয়ে ইসিতে মতামত দেবার আহ্বান জানান ইসি।

কোনও পর্যবেক্ষক সংস্থা নিরপেক্ষতা হারালে সেই সংস্থার নিবন্ধন বাতিল করার জন্য এনজিও ব্যুরোকে নিবন্ধন বাতিল এর নির্দেশ দেয়া হবে বলেও জানায় ইসি।