চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬০ সেকেন্ডে মুখ ধোয়ার যে পদ্ধতি বদলে দিচ্ছে ত্বক

ইন্টারনেটে মুখ ধোয়ার একটি পদ্ধতি ভাইরাল হয়েছে। নায়ামকা রবার্স্ট-স্মিথ নামের একজন স্কিন কেয়ার স্পেশালিস্ট ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। হ্যাসট্যাগ দিয়ে মুখ ধোয়ার এই নিয়মের নাম তিনি দিয়েছেন ‘৬০ সেকেন্ড রুল।’ মাত্র এক মিনিটের এই পদ্ধতি ত্বক বদলে দিবে বলে দাবী করেছেন তিনি।

এর এই ভিডিও টিউটোরিয়ালের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৬০ সেকেন্ড এর এই স্কিন কেয়ার টিপসটি ক্লায়েন্টদের ত্বকে পরিবর্তন এনে দিবে দামি ক্লিনজার ছাড়াই। আঙ্গুলের সাহায্যে সাধারণ ক্লিনজার ব্যবহার করে ৬০ সেকেন্ড ম্যাসেজ করলে ক্লিনজারের উপাদানগুলো ঠিক মতো কাজ করে। ফলে এই পদ্ধতি ব্যবহারে ত্বক নরম হয় এবং ত্বকের বন্ধ হয়ে থাকা লোমকূপগুলো পরিষ্কার হয়।’

টুইটারে নায়ামকা জানিয়ে দিয়েছেন, সকালে এবং রাতে এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। তবে ফেসওয়াস ব্যবহারের কারণে যদি ত্বক জ্বালাপোড়া করে, তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে মানা করেছেন এই স্কিন স্পেশালিস্ট। সেই সঙ্গে, চোখের আশেপাশে আলতোভাবে ম্যাসাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

৯ জানুয়ারি শেয়ার করা এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। পদ্ধতিটি অনেকেই অনুসরণ করছেন এবং ত্বকের পরিবর্তনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। টাইমস অব ইন্ডিয়া