চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ১৪ মাস পর মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ সুবিধা সংবলিত ৩৭০ ধারা বাতিলের পর সেখানকার বিশৃঙ্খলা ঠেকাতে অনেক রাজনীতিবিদ, নেতাকর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে মুফতিকেও বিনা বিচারে গৃহবন্দি করে রাখা হয়েছিলো।

মুফতির মেয়ে ইলতিজা মুফতি এই আটকদাশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আপীল করার প্রেক্ষিতে মুক্তি পেলেন মুফতি।

জম্মু-কাশ্মীর পাবলিক সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে কোনো মানুষকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত বন্দি রাখতে পারে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার রাতে মুফতির টুইটার একাউন্টে মায়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইলতিজা মুফতি।

টুইটারে তিনি লিখেন, আমার মা অবৈধ আটকাদেশ থেকে মুক্তি পেয়েছেন। এই কঠিন সময়ে আমাকে যারা সমর্থন করেছেন সকলকে ধন্যবাদ জানাই।

এর আগে আরও দুজন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং ফারুক আব্দুল্লাহকেও চলতি বছরের মার্চে মুক্তি দেয় সরকার।