চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মুক্তি পাচ্ছে ‘হৃদয়ের রঙধনু’, তবে আস্থা বিকল্প স্ক্রিনিংয়ে

২২ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ধর্মী ছবি ‘হৃদয়ের রংধনু’

প্রায় দুই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর ‘হৃদয়ের রঙধনু’ গেল বছরের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পায়। এরপর সুবিধাজনক সময়ের অপেক্ষায় ছিলেন ছবির নির্মাতা রাজীবুল হোসেন। আসছে ২২ ফেব্রুয়ারি বহুল আলোচিত ছবিটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘হৃদয়ের রঙধনু’। চলচ্চিত্রটি দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকায় ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। অবশেষে প্রতীক্ষিত দর্শকদের জন্য আনন্দ সংবাদ দিতেই সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজন করেছিলেন একটি সংবাদ সম্মেলনের। যেখানে নির্মাতা রাজীবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সার্বিয়া থেকে আগত অভিনেত্রী মিনা পেটকোভিচ, অভিনেতা শামস কাদির সহ অনেকে।

সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তি ও প্রচার প্রচারণা নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাজীবুল হোসেন। ছবিটি দেখলে দর্শকই এর প্রচার করবে বলে বিশ্বাস করেন নির্মাতা। তিনি বলেন, ‘হৃদয়ের রংধনু’ পর্যটনের ছবি, দেশের ছবি। দর্শকরা সিনেমাটি দেখলে সেটা অনুবোধন করতে পারবেন। আমরা এই বিশ্বাসটুকু রাখতে চাই, একজন দর্শক সিনেমাটা দেখে ১০ জনকে বলবেন!

এদিকে মঙ্গলবার দুপুরে রাজীবুল হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, শুধু মাত্র বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সেই আমরা ‘হৃদয়ের রংধনু’ মুক্তি দিচ্ছি। এর বাইরে আমরা যাচ্ছিই না। তবে অলটারনেটিভ স্ক্রিনিংয়ে আমরা জোর দিচ্ছি। সামনে এ বিষয়ে বিস্তারিত জানাবো।

আলোচিত ‘হৃদয়ের রংধনু’ ছবিটির দৃশ্য ধারণ করা হয় দেশের ৫৪টি জেলায়। ছবিতে অভিনয় করেছেন বহু দেশি-বিদেশি শিল্পী। তাদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।