চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তি পাচ্ছেন সেই ২৮ রাশিয়ান অ্যাথলেট

ডোপিংয়ের দায়ে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ২৮ রাশিয়ান অ্যাথলেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দেয়া সেই শাস্তি মেনে নিতে পারেননি অ্যাথলেটরা। গিয়েছিলেন খেলাধুলার সর্বোচ্চ আদালতে। তাতে সুফলই পেলেন তারা।

অ্যাথলেটিক্সে রাশিয়ান অ্যাথলেটদের ফেরার পথ প্রসস্থ করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। খেলাধুলার সর্বোচ্চ আদালতটি জানাচ্ছেন, পর্যাপ্ত প্রমাণের অভাব থাকায় সাজা মওকুফ করা হয়েছে এই অ্যাথলেটদের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাউথ কোরিয়ার সিউলে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে খেলার পথ উন্মুক্ত হতে চলেছে ওই রাশান অ্যাথলেটদের। ২০১৪ সালে কোচিতে শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন তারা।

এমন সিদ্ধান্তে অবশ্য ভীষণ খেপেছে আইওসি। সংস্থাটির ভাষায়, ‘ডোপিংয়ের বিরুদ্ধে যুদ্ধে ভবিষ্যতে গভীর প্রভাব ফেলবে এই রায়।’ সঙ্গে সুইস ফেডারেল আদালতে আবারও আপিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্সের সর্বোচ্চ সংস্থাটি।