চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ জাদুঘর উৎসব

মুক্তিযুদ্ধের চেতনায় কোমলময়ী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধ জাদুঘরের  আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর উৎসব ২০১৫’।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর উৎসব। উৎসবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা  অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং মুক্তিযুদের চেতনায় শিক্ষার্থীদের আলোকিত করার মূল প্রয়াসে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

উৎসবে স্বাধীনতাকে স্মরণ করে দেশের গান পরিবেশন করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এসময় মাথায় লাল সুবজের ক্যাপ পরে অনুষ্ঠানে মেতে উঠে শিক্ষার্থীরা ।  এছাড়া সেরা কণ্ঠের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল দেশের গান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীদের আহবান জানান দেশকে ভালোবাসতে এবং মাকে ভালোবাসতে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।