চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তমনাদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সোমবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর থানা চত্ত্বরে মানববন্ধনের আয়োজন করে গোপালপুরের সর্বস্তরের জনগণ।

‘জাগো মানুষ জাগো’ স্লোগানে মানুষকে জাগিয়ে তোলার আহ্বানে এই মানববন্ধনের অন্যতম ভূমিকা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্রী সঙ্গীতা আহমেদ। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে তা নিয়ে এক ধরণের নাটকীয়তা চলছে। মাসের পর মাস পার হলেও অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলোর নিষ্পত্তিতে গড়িমসি ও রাখঢাকের আয়োজন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরা ঘুমিয়ে আছি। তাই বৃহত্তর স্বার্থে আন্দোলনের শিখা সমাজের সকল পরিসরে আমাদেরই পৌঁছে দিতে হবে।’

নিরাপত্তাহীনতার বলয় থেকে বের হয়ে আসতে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা ইয়াসমীন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ধর্মের সাথে যেন বাঙ্গালী সংস্কৃতিকে প্রতিপক্ষ না বানানো হয়। আর এসব করে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সচেতন হওয়ার আহবান জানাই।’

মানববন্ধনে যোগ দিয়েছিলেন স্থানীয় সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী শামছুল হক। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দেশ,ধর্ম আর বাঙ্গালী সংস্কৃতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা এখন দেশে বিদেশে সবর। দেশকে অরজকতা বানাতে তারা নানা হীন কৌশল অবলম্বন করছে। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করতে হবে, তাদের মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন করতে হবে।’

মানব বন্ধনে সাম্প্রতিক হত্যাকাণ্ডের হত্যাকারীদের যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে সকলকে সোচ্চার হবার আহবান জানানো হয়।