চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমারে মুসলিম বিরোধী বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত হিংসাত্মক বক্তব্য প্রচার ও উসকানিদাতা হিসেবে পরিচিত উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষু উইরাথুর বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

মিয়ানমার পুলিশ বলছে, বুধবার ভিক্ষু উইরাথুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই পরোয়ানা জারি হয়েছে।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নেতৃত্বে দেশটির ক্ষমতাসীন বেসামরিক সরকারেরও সমালোচক এই বৌদ্ধ ভিক্ষু। তবে দেশটির শক্তিশালী সামরিক সরকারের সমর্থক তিনি।

মিয়ানমার পুলিশের মুখপাত্র মিও থু সোয়ে বলেছেন, ‘মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের পশ্চিমের একটি জেলার আদালত মঙ্গলবার উইরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

সম্প্রতি এক সমাবেশে উগ্রপন্থী এই বৌদ্ধ ভিক্ষু দেশটির সরকারের দুর্নীতি এবং সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

তিনি বলেন, সংবিধান পরিবর্তন করা হলে সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পাবে।

উইরাথুর মিত্র থু সেইত্তা বলেন, ‘তাকে হয়রানির উদ্দেশে রাষ্ট্রদ্রোহের এই অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হলে আমরা কী করবো, সেটি এখনই বলবো না। তবে এটা নিশ্চিত যে আমরা শান্ত থাকবো না।’