চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মিয়ানমার পার্লামেন্টের উপরে ড্রোন, ২ বিদেশী সাংবাদিক আটক

মিয়ানমার পুলিশ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কর্মরত বিদেশী দুই সাংবাদিকসহ স্থানীয় দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দুই বিদেশী সাংবাদিক লু হন মেং সিঙ্গাপুরের এবং মক চু লিন মালয়েশিয়ার।

দেশটির পার্লামেন্টের উপর দিয়ে ড্রোন উড়ানোর কারণে আমদানি আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

তাদেরকে শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে গ্রেফতার করা হয়। এখানে তারা তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি’র হয়ে কাজ করছিলেন।

এ সময়ে তাদের সাথে ছিলেন মিয়ানমারের সুপরিচিত সাংবাদিক অং নেইং সু ও স্থানীয় গাড়িচালক হলা টিন।

ডেপুটি পুলিশ কর্নেল কিয়া মুয়ি বলেন, ‘স্থানীয় ও বিদেশী মোট চার সাংবাদিকের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি।’

আগামী ১০ নভেম্বর পর্যন্ত তারা আটক থাকবেন। লাইসেন্স ছাড়া নিষিদ্ধ পণ্য আমদানি ও রপ্তানির দায়ে আদালতে অভিযুক্ত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা তাদের জরিমানা হতে পারে।

 

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে তুরস্ক অগ্রনী ভূমিকা পালন করছে। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনাও চলছে।