চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত

মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগের উত্তর অংশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৬৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

মিশরের রেল কর্তৃপক্ষ জানান, ‘অজ্ঞাত ব্যক্তিরা’ একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেক চাপলে সেটি লাইনের উপর দাঁড়িয়ে যায়। একই লাইনে দিয়ে একই দিকে আরেকটি ট্রেন যাচ্ছিল। যেটি পেছন থেকে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় একটি খালের পাশে ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে পড়ে আছে। সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। লোকজন চারপাশে ভিড় করে আছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ‍অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনুষ্ঠানিক পাতায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, দায়ীদের ‍অবশ্যই শাস্তি পেতে হবে।