চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদণ্ড

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

২০১১ সালে হোসনি মুবারকবিরোধী আন্দোলনের সময় জেল ভেঙ্গে গণহারে কয়েদি পালানোর ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগে আদালত মুরসিকে মৃত্যুদণ্ড দেন।

বিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের এ রায় মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে। রায়ে গ্র্যান্ড মুফতির অনুমোদনের পরেও আপিল করার সুযোগ পাবেন মুরসি।

কয়েদি পালানোর ঘটনার পরের বছরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। কিন্তু ২০১৩ সালে গণআন্দোলনের মুখে অভ্যুথানে তাকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে মুরসি ও তার ব্রাদারহুড নেতাদের বিচার চলছে।

ক্ষমতায় থাকার সময় আন্দোলনকারীদের গ্রেফতার এবং নির্যাতনের নির্দেশ দেওয়ায় এর আগে তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন মুহাম্মদ মুরসি।