চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মিলখা সিং-এর মৃত্যুতে বলিউডের শোক

ভারতের সাবেক স্প্রিন্টার মিলখা সিং মারা গেছেন। শুক্রবার রাতে চণ্ডীগড়ে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ফ্লাইং শিখ’ খ্যাত দেশটির কিংবদন্তি অ্যাথলেট। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ফারহান আখতার, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন সহ আরও কয়েকজন বলিউড তারকারা।

‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। টুইটারে এই অভিনেতা মিলখা সিং-এর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রিয় মিলখা জি, আমার একটি অংশ এখনও বিশ্বাস করতে চাইছে না যে আপনি আর নেই। হয়তো এই জেদটি আপনার থেকেই রপ্ত করা। এই জেদটি যখন কোনো কিছু করার কথা ভাবে, তখন হাল ছাড়ে না। সত্যটি হলো আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি বড় হৃদয়ের, ভালোবাসাপূর্ণ, আন্তরিক আর অহংকারহীন মানুষ। আপনি স্বপ্ন দেখা শিখিয়েছেন, পরিশ্রম করতে শিখিয়েছেন, সৎ থাকতে শিখিয়েছেন। আপনাকে একজন বাবা এবং বন্ধু হিসেবে পাওয়াটা আশীর্বাদ। আপনাকে ভালোবাসি।’

অক্ষয় কুমার লিখেছেন, ‘মিলখা সিং-এর প্রয়াণের খবরে মন খারাপ হয়েছে খুব। এই চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তুলতে না পারার আফসোস আমার কোনো দিনও যাবে না। স্বর্গে দৌড়াচ্ছেন নিশ্চয়ই, ফ্লাইং শিখ।’

শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ফ্লাইং শিখ আমাদের মাঝে হয়তো বেঁচে নেই, কিন্তু তার অস্তিত্ব সবসময়েই অনুভব করা হবে। তিনি আমার অনুপ্রেরণা, লক্ষ মানুষের অনুপ্রেরণা। শান্তিতে থাকুন মিলখা স্যার।’

মিলখা সিং এর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সেই স্মৃতিচারণ করে অভিনেত্রী লিখেছেন, ‘আন্তরিক একজন মানুষ। আমাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটি খুব স্পেশাল ছিল। আপনার থেকে অনুপ্রেরণা পাই। দেশের জন্য কিছু করার ইচ্ছে জাগে মনে। শান্তিতে থাকুন মিলখা জি। আপনার পরিবারের জন্য প্রার্থনা ও ভালোবাসা।’

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘মিলকা সিং চলে গেলেন। ভারতের গৌরব তিনি। অসাধারণ অ্যাথলেট। দারুণ মানুষ। প্রার্থনা।’

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তাপসী পান্নু, অঙ্গদ বেদী, রাবিনা ট্যান্ডন, মহেশ বাবু, রিতেশ দেশমুখ, রাহুল বোস, জাভেদ জাফরি সহ অনেকেই।

মে মাসের ২০ তারিখে মিলখা সিং-এর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নেগেটিভ হয়ে উঠলে ৩০ তারিখে মোহালির হাসপাতাল থেকে ছাড়া পান।

বাড়ি ফিরে মিলখার শারীরিক জটিলতা বাড়তে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে। ৩ জুন তাকে ফের হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবারের টেস্টেও নেগেটিভ এসেছিলেন। কিন্তু এবার আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না। শুক্রবার রাতে মারা যান। এই সপ্তাহের শুরুতে মিলখা সিং-এর স্ত্রী নির্মল কৌরও করোনাভাইরাসের মারা গেছেন। কইমই