চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিরপুরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুর-১১ ও পল্লবীতে শুক্রবার দ্বিতীয়দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে অভিযান শুরু হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার, শনিবারও উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মিরপুরের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

গতকালের অভিযানে ৪ নম্বর সড়কের দুই পাশে প্রায় চার শতাধিক স্থায়ী, অস্থায়ী ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কোনোটি টিনের আবার কোনোটি ইট-সিমেন্টের তৈরি পাকা ঘর, দোকান-পাট, তোরণ, শেডও ছিল।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানস্থলে উপস্থিত থেকে অভিযানে দিকনির্দেশনা দেন।