চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসের আগে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকারের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী অস্ত্র ব্যবসায়ী এবং সংস্থাগুলিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

মিনিস্টার ফর এশিয়া মিয়ানমার সামরিক বাহিনীর সহিংসতার নিন্দা করে গণতন্ত্রে ফিরে আসার আহ্বান জানান।

মিয়ানমারের সামরিক সরকারকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের জন্য দায়ী দুই ব্যক্তি এবং ৩টি কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডাঃ অং মো মিন্ট, অং হ্লাইং ওও এবং জেনারেল হুতুন অং-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

ডাইনেস্টি ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, মায়ানমার কেমিক্যাল অ্যান্ড মেশিনারি কোম্পানি লিমিটেড এবং মিয়া উইন ইন্টারন্যাশনাল লিমিটেডের সম্পদও জব্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহে মিয়ানমার সশস্ত্র বাহিনী দিবসের আগে এই পদক্ষেপ নেয়া হল। গত বছর সশস্ত্র বাহিনী দিবসে মিয়ানমারের সামরিক বাহিনী ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছিল। যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসাবে বিবেচিত হয়।