চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মায়ের ঘ্রাণে নিজেকে নিরাপদ ভাবে শিশু

মায়ের ঘ্রাণ পেলেই শিশুর মধ্যে থাকা ভয় কমে যায়। শুধু তাই নয়, মায়ের কোলেই সবচেয়ে নিরাপদ বোধ করে সে। সম্প্রতি জার্মানির লুবেক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

তারা বলছেন, শিশুর মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কী হয়, সেটা দেখতেই ছিল ওই গবেষণা।

গবেষকদের দাবি, মায়ের গর্ভে যে ফ্লুইডে শিশু ভেসে থাকে, তার ঘ্রাণ অনেকটাই সেই মায়ের শরীরের ঘ্রাণের মতো। তাই জন্মের পরে মায়ের গায়ের সেই ঘ্রাণ সহজেই বুঝতে পারে শিশু। আর এ কারণেই মায়ের কোল শিশুর কাছে সবচেয়ে নিরাপদ। জন্মের পরে আলাদা করে মায়ের গায়ের ঘ্রাণ চিনতে হয় না তাকে।

জার্মানির গবেষক দলের সারা জেসেন জানান, মায়ের গায়ে একটা ঘ্রাণ থাকে, যা পৃথিবীর কোনো সুগন্ধি এনে দিতে পারে না। আগেকার দিনে ধাত্রীরা শিশুর শয্যার পাশে মায়ের পোশাক রাখতে বলতেন; যাতে শিশু নির্ভয় থাকে।

গবেষকরা জানান, মায়ের সাথেই শিশুর প্রথম আবেগীয় বন্ধন সৃষ্টি হয়। যেমন- শিশু মায়ের বুকের দুধ খাওয়ার সময় সৃষ্টি হয়। ঘনিষ্ঠভাবে মাতৃদুগ্ধ পানের ফলে শিশু মায়ের ঘ্রাণ অনুভব করতে পারে।