চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাহাথিরের প্রথম সভায় মন্ত্রীদের ১০ শতাংশ বেতন কমেছে

মালয়েশিয়ার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেই মন্ত্রীদের বেতন কমিয়ে দিয়েছেন। সরকারি খরচ কমানোর ধাপ হিসেবে মন্ত্রীদের মূল বেতন ১০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে মালয়েশিযার কেবিনেট।

মাহাথির মোহাম্মদ বুধবার পেরদানা পুত্রাতে তার প্রথম কেবিনেট সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মাহাথির বলেন: এটা আমার নিজস্ব একটি অভ্যাস। প্রথমে একই কাজ করেছিলাম, ১৯৮১ সালে যখন আমি প্রধানমন্ত্রী হয়েছিলাম।

গত ১০ মে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট জয়লাভ করে। মালয়েশিয়ার ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বারিসান ন্যাসিওনাল জোটের পরাজয় ঘটে। এ জয়ের মধ্য দিয়ে প্রথবারের মতো সরকার গঠন করে বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় থাকলেও এবার বিরোধী দল থেকে নির্বাচন করেন মাহাথির মোহাম্মদ।

সাবেক সহকর্মী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বেচ্ছা অবসর ভেঙে তার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মাহাথির। ক্ষমতাসীন নিজ দল বারিসান ন্যাসিওনাল ছেড়ে যোগ দেন পাকাতান হারাপান জোটে।