চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাশরাফীর কাছে পরাস্ত কুশলের ‘কৌশল’

এক প্রান্তে মারমুখী কুশল মেন্ডিস, আরেক প্রান্ত থেকে সিঙ্গেল। টস জিতে ব্যাট করতে নেমে এই কৌশল অবলম্বন করে শ্রীলঙ্কা। তবে ওই কুশলকে বেশি বাড়তে দেননি মাশরাফী।

কুশল ফেরেন ৯ বলে ২৮ করে। দুটি চার, তিনটি ছয় হাঁকান। স্ট্রাইকরেট ৩১১.১১।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফী তাকে ফেরান ষষ্ঠ ওভারে। বলের লেন্থ বুঝতে ভুল করেন লঙ্কান ব্যাটসম্যান। পুল করতে যেয়ে ধরা পড়েন রিয়াদের হাতে।

এর আগে গুনাথিলাকাকে (৬) ফেরান মিরাজ।

বাংলাদেশ একাদশে এদিন তিনটি পরিবর্তন এসেছে।

ওপেনার বিজয়ের পরিবর্তে মোহাম্মদ মিঠুন। এর আগে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন তিনি। আবুল হাসান রাজুর পরিবর্তে মোহাম্মদ সাইফউদ্দিন। আর নাসিরের জায়গায় অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লক্ষ্মণ সান্দাকানের পরিবর্তে অভিষেক হচ্ছে শেহান মাদুশাঙ্কার।

বাংলাদেশ এর আগে ২০০৯ সালে এমনই একটি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছিল। সেটাও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে। ঢাকায়। ওই ম্যাচে দুই উইকেটে হেরে যায় স্বাগতিকরা।