চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাশরাফীদের ‘এক হাতের’ ক্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মিরপুরে মাত্র ৪ দিন বাংলাদেশ দলকে অনুশীলন করাতে পেরেছেন স্টিভ রোডস। এশিয়া কাপের জন্য অবশ্য সময়টা একটু বেশিই পাচ্ছেন টাইগারদের নতুন কোচ। ছক কষেই প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন তিনি।

ক্যাম্প মানেই শুরুর কয়েকদিন ফিটনেস নিয়ে কাজ। ধীরে ধীরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অর্থাৎ স্কিল অনুশীলন। রোডস অবশ্য ফিল্ডিং নিয়ে কাজ করছেন শুরুর দিন থেকেই। মঙ্গলবারও দিনভর চলেছে ফিল্ডিং নিয়ে কাজ। ক্যাচিং অনুশীলনে ছিল নতুনত্বও।

হেড কোচ ছাড়াও অনুশীলন তত্ত্বাবধানে ছিলেন বিসিবির স্থানীয় ফিল্ডিং কোচ সোহেল ইসলাম। শের-ই-বাংলা স্টেডিয়ামের মধ্যমাঠ থেকে রাবারের ব্যাটে ছুঁয়ে উড়ে আসা বল সীমানায় দাঁড়িয়ে এক হাতে নেয়ার অভ্যাস রপ্ত করেছেন ক্রিকেটাররা।

দলের সেরা ফিল্ডারদের একজন মেহেদী হাসান মিরাজ মনে করেন এক হাতে ক্যাচ ধরার অনুশীলন ম্যাচে দুই হাতে ক্যাচ নেয়া সহজ করে দেবে।

‘অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। এক হাতে যদি ক্যাচ সহজেই ধরতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ অনুশীলন করলে পরে(ম্যাচে) ক্যাচিং সহজ হয়ে যায়।’

রোডসের অধীনে অনুশীলন বেশ উপভোগ্য হচ্ছে বলেও জানালেন মিরাজ, ‘ওয়েস্ট ইন্ডিজে কোচের সাথে তেমন কাজ করা হয়নি আমাদের। এখন আমাদের নিয়ে অনেক কাজ করেছেন; যার যার যেই সমস্যা, সেই সমস্যা অনুযায়ী। আমরা তার সাথে অনুশীলন করে খুবই উপভোগ করছি।’

‘সবাই অনেক সাহায্য করছে। খুব ভালো লাগছে। আজ আমরা ফিল্ডিং, রানিং ও জিম করেছি। সবকিছুই ভালো লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে সফল হয়েছে বাংলাদেশ দল। ওয়ানডের পর জিতেছে টি-টুয়েন্টি সিরিজও। সাফল্য এলে সাধারণত দলে পরিবর্তনের সুযোগ কমে আসে। এশিয়া কাপের মতো বড় আসরে সে সুযোগ আরও কম। সাকিব আল হাসান এখনই অস্ত্রোপচারের সিদ্ধান্তে গেলে অবশ্য ভিন্ন কথা।

খুব বেশি পরিবর্তন নেই জেনেও প্রাথমিক দলে বিশাল বহর চেয়েছিলেন কোচ। তারই ফলশ্রুতিতে ৩১ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। হজ পালনে সাকিব সৌদি আরব ও সিপিএল খেলতে মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিবীয় দীপপুঞ্জে থাকায় যোগ দিতে পারেননি ক্যাম্পে। বাকি ২৯ ক্রিকেটার ঘাম ঝরাচ্ছেন হোম অব ক্রিকেটে।

পাইপলাইনে থাকা সবাইকে বাজিয়ে দেখতেই এত বড় বহর চেয়েছেন রোডস। কেননা, এশিয়া কাপের পরপরই ঘরের মাঠে টানা দুটি সিরিজ। অক্টোবরে আসবে জিম্বাবুয়ে, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ। তার কিছুটা প্রস্তুতি সেরে রাখছেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া এ ইংলিশ কোচ।

মিরপুরে টাইগারদের ক্যাম্প চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ ও ৮ তারিখ তল্পিতল্পা গোছানোর কাজ ক্রিকেটারদের। দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশের উড়ান ৯ সেপ্টেম্বর, আর এশিয়া কাপ শুরু ১৫ সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।