চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাশরাফিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলের এবারের শ্রীলঙ্কা সফর লাল-সবুজের ক্রিকেটের স্মরণীয় এক অধ্যায়। তিন ফরম্যাটেই সিরিজের ফল ১-১! টি-টুয়েন্টি জয় দিয়ে সিরিজ শেষ করার রাতে এই ফরম্যাটে নিজের বিদায়ী ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। সতীর্থরা তাকে জয়ে বিদায় জানালেন প্রেমাদাসায়। সেই জয়ের পর মাশরাফি ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বৃহস্পতিবার সফরের শেষ ম্যাচে ৪৫ রানে জয় তুলে নেওয়ার পরই টাইগার দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি- তিন সিরিজেই ড্র করার সঙ্গে শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসান তিনি।

নিজেদের শততম টেস্টে জিতে সিরিজ ড্র করার পরও বাংলাদেশ দলকে অভিনন্দনে ভাসিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি সাকিব ও মুশফিকের সঙ্গে ফোনে কথা বলে সাফল্য ধরে রাখতে বলেন। পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পরও ফোনে কথা বলেন মাশরাফি-তামিমের সঙ্গে। জানান অভিনন্দন।