চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলা

মালিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তরাঞ্চলের কিদালে শনিবার ভোরে চালানো হামলায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারেনি সংস্থাটি। 

মালি শান্তিরক্ষী মিশনের (এমআইএনইউএসএমএ) মুখপাত্র ওলিভিয়ের সালাগদো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় ভোর চারটায় হামলা হয়। ঘাটিতে চার থেকে পাঁচটি রকেট আঘাত হানে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এতো দ্রুত বলা যাচ্ছে না।’

গত ২০ নভেম্বরই মালিতে একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। বামাকোতে চালানো ওই হামলায় ২০ জন নিহত হয়।

ফ্রান্সের সাবেক কলোনি মালিতে প্রতিকূল অবস্থার মুখোমুখি হচ্ছে ফরাসি সৈন্যসহ জাতিসংঘ বাহিনী।

মালির ইসলামপন্ত্রী তিন জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউএমআই), মুরাবিয়াতুন এবং মাসিনা লিবারেশন (এমএলএফ) হোটেল হামলাসহ এই হামলার দায় স্বীকার করেছে।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করে আল-কায়েদা ঘণিষ্ঠ জঙ্গিরা। এর পর থেকেই সেখানে ফরাসি সৈন্যদের নেতৃত্বে অভিযান চালায় জাতিসংঘ বাহিনী। কিন্তু সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।