চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মালিক-শ্রমিক মানবিক সম্পর্ক তৈরি হয়নি’

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ প্রতিপাদ্যে এবা‌রের মে দিবস পা‌লিত হ‌লেও এক্ষে‌ত্রে বাংলাদেশের অগ্রগতি প্র‌শ্নে শ্র‌মিক নেতারা হতাশ। শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, মালিকরা শ্রমিকদের সাথে মানবিক সম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছেন। বে‌শিরভাগ মা‌লিক স্বৈরতান্ত্রিক আচরণ করেন। কারখানায় গণতান্ত্রিক পরিবেশও তৈরি হয়নি।

শিল্পের স্বার্থে, কারখানার স্বার্থে শ্রমিক মালিকদের মধ্যে একটি সাধারণ সমঝোতার বিষয় থাকতে হবে বলে মন্তব্য করেন মিশু। তিনি বলেন, মালিকরা শ্রমিকদের সাথে খুব খারাপ আচরণ করেন। তাদের মানুষ মনে করেন না। তাই শ্রমিকরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ থাকেন।

বিএনপি আমলের তুলনায় বর্তমান সরকার ভালো ভূমিকা রাখলেও তারা প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মিশু। ভালো পরিবেশ তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আরো অনেক কিছু করতে হবে।