চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মার্চে আফগানিস্তান, জুনে ভারত-ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে তিনটি। সবগুলোই ঘরের মাঠে। ২০২১ সালে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচগুলো হবে মার্চ ও জুন মাসে।

নতুন বছরে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে ১ মার্চ। সেদিন থেকে ঢাকায় শুরু হওয়ার কথা বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট, চলবে ১১ মার্চ পর্যন্ত। ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্টটি। এই উপলক্ষে জামাল ভূঁইয়াদের ট্রেনিং ক্যাম্প হবে ১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ১২ মার্চ থেকে আবারও শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এসময়ই বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল, তাদের বিপক্ষে লাল-সবুজরা বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে ২৫ মার্চ।

পরে ৩০ কিংবা ৩১ মার্চ আরেকটি জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সূচি আছে বাংলাদেশ দলের।

১১মে থেকে লম্বা সময় পর্যন্ত আবার অনুশীলনে নামবেন জামাল ভূঁইয়ারা। ৭ জুন ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচের ৭ দিন পর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ লাল-সবুজদের ২০২২ কাতার বিশ্বকাপবাছাই পর্বের মিশন।