চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মার্কিন র‍্যাপ তারকা ‘ট্রিপলএক্স টেনটেশনকে’ গুলি করে হত্যা

মার্কিন র‍্যাপ সংগীত তারকা ‘ট্রিপলএক্স টেনটেশনকে’ গুলি করে হত্যা করা হয়েছে। ‘স্যাড’ এবং ‘মুনলাইট’ শিরোনামে গান গেয়ে তিনি খুব অল্প বয়সেই তারকা খ্যাতি অর্জন করেছিলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় সোমবার হত্যা করা হয় এ ২০ বছর বয়সী তরুণকে।

এদিকে ফ্লোরিডার স্থানীয় প্রশাসন জানায়, বিকেল চারটার খানিকটা আগে একটি মোটরবাইকের দোকান থেকে ফেরার পথে দুইজন বন্দুকধারী তাকে গুলি করে।

পুলিশ জানায়, স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে তার আসল নাম ‘জাসেফ অনফ্রয়’ হলেও ভক্তদের কাছে তিনি ‘ট্রিপলএক্স টেনটেশন’ নামেই পরিচিত ছিলেন। পরপর দুটি ‘হিট’ অ্যালবামের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

র‍্যাপ সঙ্গীতের জগতে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বেশ বিতর্কিতও ছিলেন তিনি। পারিবারিক সহিংসতার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

তার ক্যারিয়ারের উত্থান হয়েছিল সামাজিক মাধ্যম সাউণ্ড ক্লাউডে নিজের গান আপলোডের মাধ্যমে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা গেছে তাকে একাধিক গুলি করা হয়েছিল। তার অকাল মৃত্যুকে বেশ দুঃখজনক বলে মন্তব্য করেছেন সঙ্গীত জগতের সবাই।