চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মারিওপোলে ১৭০০ সৈন্যসহ ইউক্রেনের আত্মসমর্পণ

ইউক্রেনের মারিওপোল শহরের আলোচিত আজভস্টল স্টিল কারখানাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া।  ভিডিও প্রকাশ করে রাশিয়া দাবি করে: ১৭শ’র বেশি ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

মারিওপোল শহরে সামরিক অভিযান আরও আগেই সমাপ্ত ঘোষণা করেছে ইউক্রেন। ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: রাশিয়া পুরো ডনবাস এলাকাকে রীতিমতো নরকে পরিণত করেছে। পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের লোজোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণার জবাবে রাশিয়া তার পশ্চিমাঞ্চলে সেনাশক্তি বাড়াতে আরও ১২টি নতুন ইউনিট চালু করবে। ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছে রাশিয়া।