চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মারিউপোলে অবিরাম বোমা হামলা

ইউক্রেনে মারিউপোলের ইস্পাত কারখানায় রাশিয়া ধারাবাহিকভাবে বোমা হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাত কারখানায় অবস্থান নেওয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজিনকভ বলেছেন, ইউক্রেন দীর্ঘ মেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত।

ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় ফিনল্যান্ডকে দেয়া বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করেছে তুরস্কও।