চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মামলার দায়মুক্তি চান নেতানিয়াহু, বিরুদ্ধে হাজারো মানুষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে যে কোনো মামলা থেকে দায়মুক্ত রাখতে দেশটিতে চলমান প্রক্রিয়ার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।

দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীকে তারা আর দেখতে চায় না, এমন প্ল্যাকার্ড ও স্লোগানে শনিবার গণবিক্ষোভ ও র‌্যালি করে হাজার হাজার বিক্ষোভকারী।

ইসরায়েলের বিরোধী দল আয়োজিত ওই ‘গণতন্ত্রপন্থি’ গণবিক্ষোভে শনিবার লোকজন জমা হয় তেল আবিবের একটি জাদুঘরের সামনে। তাদের অভিযোগ, নেতানিয়াহু নিজেকে দুর্নীতির একাধিক মামলা থেকে নিরাপদ রাখতে বিশেষ কিছু আইন পাস করার চেষ্টায় আছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু দুর্নীতি ও অপরাধের জোরে গত মাসের নির্বাচনে টানা পঞ্চম মেয়াদে ক্ষমতায় এসেছেন।ইসরায়েল-বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

শনিবারের গণআন্দোলন প্রধানমন্ত্রীর নতুন মেয়াদ শুরু হওয়ার পর বিরোধী দল আয়োজিত প্রথম বিক্ষোভ।

ইমিউনিটি আইন পাস করতে না পারলে সামনের মাসগুলোতে বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।