চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মান বাঁচাতে লড়ছে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ছুটতে যেয়ে টপঅর্ডার হারিয়ে বিপদ দেখছে বাংলাদেশ। ইনিংসের অর্ধেক পর্যন্ত যেতে যেতেই সাজঘরে লিটন, তামিম, সৌম্য আর অধিনায়ক সাকিব।

দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১০ ওভারে কোনোমতে ফিফটি পেরোতেই বিপদে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হয়েছে। মান বাঁচানোর লক্ষ্যটা দেড়শর নিচেই। একটু দায়িত্বশীলতা দরকার। নেমে অবশ্য সেটা দেখাতে পারলেন না ব্যাটসম্যানরা।

শুরুতেই সাজঘরে ভরসা তামিম। মুজিবের বলে ক্যাচ দেয়ার আগে এ ওপেনার করতে পেরেছেন মাত্র ৫ রান, এক চারে ৬ বলে।

লিটন ও সৌম্য পরে খানিকটা হাত খোলার চেষ্টা করেছেন। তখনই রান আউটে কাটা পড়েন সৌম্য। একটি করে চার-ছক্কায় ১৩ বলে ১৫ রানের ইনিংস তার।

যার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সৌম্য, সেই লিটনও কাটা পড়েন রান আউটেই। সেটিও সৌম্য ফেরার পরের ওভারেই। যাওয়ার আগে ১৪ বলে ১২ করে যান।

দারুণ এক ছয় মারা সাকিবও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। এক্সট্রা কাভারে বল ভাসিয়ে ক্যাচ হয়ে থামে তার ৯ বলে ১০ রানের ইনিংস।

সেখান থেকে মুশফিক ও মাহমুদউল্লাহ লড়াই এগিয়ে নিচ্ছেন।