চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মানুষের ‘অত্যাচারে’ বাড়ছে সুন্দরবনের দূষণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশপাশি সুন্দরবনে মানুষের অত্যাচারে পানি ও মাটি দূষিত হচ্ছে। নৌ-যান চলাচল, পর্যটকদের অসচেতনতা এবং নির্ভরশীল জনগোষ্ঠীর অত্যাচারে ধীর গতিতে হলেও দূষণের মাত্রা বাড়ছে।

সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে বন বিভাগকেই এসব নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততার মাত্রা বাড়ায় সুন্দরবনে মাটি ও পানির ধরণ বদলে যাচ্ছে। একই সঙ্গে মানুষের অত্যাচারেও দূষিত হচ্ছে মাটি ও পানি। দিন দিন সুন্দরবনের ভেতর দিয়ে বড় বড় নৌযান চলাচল বাড়ছে। বাড়তি সতর্কতামূলক উদ্যোগ না নেয়ায় দূষণের কারণ হচ্ছে এসব নৌযান। একই অবস্থা হচ্ছে পর্যটনের কারণেও। অসচেতন পর্যটকরা বনকে দূষিত করছে।

সুন্দরবনে এসব দূষণ ধীর গতিতে বাড়ছে, দীর্ঘমেয়াদে যা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলছেন বিশেষজ্ঞরা।

সুন্দরবন ভাল রাখতে জনসাধারণকে সম্পৃক্ত করে উদ্যোগ নেয়ার কথা বলছে বন বিভাগ। এছাড়া সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগেও বিভিন্ন প্রকল্প নেয়া হচ্ছে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: