চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানিকগঞ্জের ট্র্যাজেডি: তেরশ্রী গণহত্যা

১৯৭১ সালের ২৫ নভেম্বর। মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ট্রাজেডির দিন। একের পর এক যুদ্ধ জয়ে যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে মানিকগঞ্জ, এমনি এক সময়ে রাতের আঁধারে গণহত্যা চালায় পাকিস্তানী হানাদাররা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের নিরীহ ৪১ জন সাধারণ মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদাররা।

১৯৭১ সালে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের  স্কুল মাঠে ছিল মুক্তিবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। মুক্তিযোদ্ধা রিক্রটিং ও প্রশিক্ষণ চলতো এ মাঠেই। এ ছাড়াও একই গ্রামের এই মাঠে বাঙ্গালী ইপিআর সদস্যরা অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেন মুক্তিযোদ্ধাদের। এ খবর পেয়ে ২২ নভেম্বর ভোরে ঘুমন্ত তেরশ্রী গ্রামবাসীর উপর হামলা চালায় পাকিস্তানি হানাদারবাহিনী।

ওই এলাকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরীকে আটক করে মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে জানতে চায় হানাদারা। মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে কোন তথ্য না দেয়ায় তাকে নৃশংস ভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ।

তবে তেরশ্রী গ্রামের ওই গণহত্যার জবাব দিতে ঘিওর এলাকায় পাকিস্তানী সৈন্যদের উপর পাল্টা আক্রমন চালায় মুক্তিযোদ্ধারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/pueiVsDpOqY