চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবিক বিপর্যয় এড়াতে অবৈধ অভিবাসী নিলো স্পেন

মানবিক বিপর্যয় এড়াতে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা ৬২৯ অবৈধ অভিবাসীকে প্রাথমিকভাবে আশ্রয় দিতে রাজি হলো স্পেনের প্রধানমন্ত্রী। এর আগে অভিবাসীকে নিয়ে একটি জার্মান উদ্ধার জাহাজ ইটালিতে ভিড়তে চাইলে সেই অনুমতি দেননি ইটালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি।  

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, ইটালি ও মাল্টা উভয়েই এদের আশ্রয় দিতে প্রত্যাখ্যান করার পরেই তার দেশ এই সিদ্ধান্ত নেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইইউ এরই মধ্যে মাল্টা এবং ইটালির মধ্যকার মুখোমুখি সংঘর্ষ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়।

স্পেনের এ ধরণের পদক্ষেপের জন্য মাল্টা এবং ইউরোপ কাউন্সিল স্বাগত জানিয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি স্পেনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে ইটালির সরকারের কঠোর অভিবাসন নীতিমালার বিজয় হলো।

রোববার লিবিয়া উপকূলে ছয়টি ভিন্ন ভিন্ন উদ্ধার অভিযান চালিয়ে এই ছয় শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসওএস মেডিটেরানি। অভিবাসীদের আটকে পড়া জাহাজের ছবিও টুইটারে পোস্ট করেছে সংস্থাটি।

নর্থ আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের প্রধান প্রবেশপথ হচ্ছে ইটালি। তাই ওই অঞ্চলের বেশিরভাগ অভিবাসী বা শরণার্থী বহনকারী নৌকা বা উদ্ধারকারী জাহাজ ইটালিতে নোঙ্গর করে তাদের নামিয়ে দেয়।

কিন্তু এবার লিবিয়ার অভিবাসীকে মাল্টার বন্দরে নোঙ্গরের কথা বলে ইটালি এবং পরে দুই দেশই তাদের নামতে অনুমতি দেয়নি।