চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবপাচার ঠেকাতে যৌথ নৌ-বাহিনী গঠনে একমত ইইউ

ভূমধ্যসাগরে মানবপাচার ঠেকাতে যৌথ নৌ-বাহিনী গঠনে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি জানিয়েছেন, আগামী মাস থেকে এ ব্যাপারে কাজ শুরু করার পরিকল্পনা করেছে ইইউ।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আসা ব্যাপক সংখ্যক অবৈধ অভিবাসীদের সামলাতে হিমসিম খাচ্ছে বলেই যৌথ নৌ-বাহিনী গঠন করবে সংস্থাটি।

যৌথ নৌ-বাহিনী ৩টি বিষয়ের উপর গুরুত্ব দেবে বলে জানিয়েছেন মোগেরিনি, যার মধ্যে রয়েছে পাচারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, তাদের নৌকাগুলো চিহ্নিত করা এবং সেগুলো ধ্বংস করা।

তিনি বলেন, নৌকা ধ্বংস করে দেওয়াই মানবপাচার সমস্যার মূল সমধান নয়। মানবপাচার ব্যবসার আসল কাঠামো ও নেটওয়ার্ক ধ্বংস করাই হবে এই অপারেশনের প্রধান উদ্দেশ্য।