চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতার কল্যাণ কামনা করে শেষ হলো প্রথম পর্বের আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নামে মুসল্লিদের।

মোনাজাতকে ঘিরে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই মহাখালি-টংগী-গাজীপুর রুটের সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছে মানুষ। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশ পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলে সমাপনী হেদায়েতি বয়ান।

তাবলীগ জামাতের দিল্লী মারাকজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ ইব্রাহীম দেওনা মুসল্লিদের আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। শুরু হয় কাঙ্খিত সেই মোনাজাত।

লাখো মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয় আখেরি মোনাজাতে। রোববার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।