চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধ: জামিন পেলেন নড়াইলের বদরুদ্দোজা

মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামী নড়াইলের মো. বদরুদ্দোজাকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি সমন্বয়ে গঠিত অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জামিন আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।

জামিনের বিষয়ে রেজিয়া সুলতানা চমন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই মামলায় গ্রেপ্তারের পর এই আসামীর পা ভেঙে যায়। তাই তার শারীরিক অবস্থা বিবেচনায় এবং নিয়মিত হাজির হওয়ার শর্তে আদালত জামিন দেন। তবে জামিনের শর্ত পালন না করলে তার জামিন বাতিল করা হবে।

এই মামালায় মোট আসামী ১২ জন। এদের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন- আব্দুল ওয়াহাব, ওমর আলী শেখ, মো. বদরুদ্দোজা, গুলজার খান ও দাউদ শেখ। বাকি সাতজন পলাতক।

২০১৭ সালের ৩ নভেম্বর ওই ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। একই বছরের ২৬ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।