চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খাগদী নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি মাদারীপুরের শহরের দেবরাজ এলাকার হায়দার শেখের পুত্র সুমন শেখ (৩৫) এবং আহত ইজিবাইক চালক শহরের খাগছাগা গ্রামের আঃ রাজ্জাক মাতুব্বরের পুত্র সাজ্জাদ হোসেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশের সূত্র চ্যানেল আইকে জানায় , আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট থেকে চট্টগ্রামগামী দিদার (ঢাকা মেট্রো-ব-১৪-৬১৫৬) গাড়িটি মাদারীপুর শহরের খাগদী নামকস্থানে আসলে পাশ্ববর্তী রাস্তা থেকে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে। এসময় ইজিবাইকে থাকা এক যাত্রী নিহত ও চালক গুরুত্বর আহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান: আমার ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হয়।