চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাতাল হয়ে গাড়ি চালানোর খেসারত দিলেন মাইকেল ফেল্পস

মাতাল হয়ে গাড়ি চালানোর খেসারত দিয়ে সাসপেনশনের জন্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে অংশ নিতে পারছেন না মাইকেল ফেল্পস। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশীপে দুশো মিটারের পর এবার একশ’মিটার বাটারফ্লাইয়ে বছরের সেরা টাইমিং গড়ে স্বর্ণ জিতেছেন ১৮ অলিম্পিক সোনার পদকজেতা মাইকেল ফেল্পস।  

রাশিয়ার কাজানে শেষ হয়েছে বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশীপ। ১৫ স্বর্ণসহ ৩৫ পদক জিতে মার্কিনিদের টপকে চীন দেখিয়েছে সবচেয়ে বেশী পদক জেতার কৃতিত্ব। ৩৩ পদক জিতে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। 

শেষদিন আট পদকের চুড়ান্ত প্রতিযোগিতার মধ্যে ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ফ্রান্সের ক্যামিলে লেকর্ট  স্বর্ন জিতে আগের আসরে জেতা শিরোপা ধরেরেখেছেন।

মেয়েদের একশ’ মিটার ফ্রি ষ্টাইল সাঁতারের মতই একই ফল ৫০ মিটার  ফ্রিষ্টাইলে। বড় বোন কেইট ক্যাম্পবেল’কে হারিয়ে এই ইভেন্টেও স্বর্ন জিতেছেন ছোটবোন ব্রন্টে। চারশ’ মিটার মিডলে রিলেসাঁতারে জয়ী হয়েছে চীন।